ভালো কাজে পুরস্কার পাবে পঞ্চায়েত উদ্যোগ জেলা প্রশাসনের

ভালো কাজ করলে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগুলিকে পুরস্কৃত করা হবে বলে জানাল কোচবিহার জেলা প্রশাসন। যে গ্রাম পঞ্চায়েতগুলি সরকারের বরাদ্দ টাকা দ্রুত শেষ করতে পারবে, সেই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিকে পুরস্কৃত করা হবে। সরকারি কাজ শেষ করার নিরিখে কারা এগিয়ে রয়েছে সেটা ২০ জানুয়ারির মধ্যে চুড়ান্ত করা হবে। আগামী ২৬ জানুয়ারি তিনটি গ্রামকে সেই কাজের নিরিখে সেরার পুরস্কার দেওয়া হবে। বৃহস্পতিবার কোচবিহারের জেলা শাসক অরবিন্দকুমার মিনা বলেন, ‘পঞ্চদশ অর্থ কমিশনে চলতি আর্থিক বছরে ১৯০ কোটি টাকা বরাদ্দ হয়েছে জেলার উন্নয়নে। এর মধ্যে ১৫১ কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকার কাজ এখনও বাকি। সেই টাকা দ্রুত ব্যবহারের জন্যই এই উদ্যোগ। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজে বরাদ্দ অর্থ যে গ্রাম পঞ্চায়েত সবচেয়ে বেশি খরচ করেছে তাদের পুরস্কৃত করা হবে।’

পারফরম্যান্সের নিরিখে এগিয়ে থাকাদের মধ্যে তিনটি গ্রামকে বেছে নেওয়া হবে। সরকারি প্রকল্পের অর্থ ব্যয়ে গতি আনতে জেলাশাসক ব্লক মহকুমা পর্যায়ে বৈঠক করেছিলেন৷ নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রামের উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও সঠিক নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়ার নজর দিয়েছিল প্রশাসন। তখনই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রজাতন্ত্র দিবসে সরকারি বিভিন্ন প্রকল্পের ২৫ টি ট্যাবলো স্টেডিয়াম পরিক্রমা করবে৷