তবে কি এবার বদলাচ্ছে সুর, একটু যেন বেসুরো বাজচ্ছেন তিনি। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে আস্থাভাজন নেতাদের মধ্যে সবার আগে যাদের নাম আসবে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে দলীয় বৈঠকের পর থেকেই ফিরহাদ বেসুরো বাজছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
একটি প্রশ্নের জবাবে কলকাতার মেয়রকে কিছুটা উদাসীন ভাবে বলতে শোনা যায়,” কন্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সংগীতহারা…”। আসলে সাম্প্রতিককালে মহার্ঘ ভাতা ইস্যুতে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যাতে অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। একই সঙ্গে সেই বৈঠকের দিন রাজ্যের উত্তরবঙ্গ মন্ত্রী উদয়ন গুহকেও সব বিষয়ে কথা না বলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। সব মিলিয়ে ফিরহাদের অবস্থান নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।
তাঁর এমন মন্তব্যে তৃণমূল নিশ্চিত ভাবে বেশ অস্বস্তিতে পড়েছে। অযথা বিরোধীদের হাতে ইস্যু তুলে দিচ্ছেন তিনি। কিন্তু কেন এমন করছেন রাজ্যের পুরমন্ত্রী? একজন আদর্শ রাজনীতিবিদের যে ভাবমূর্তি থাকা প্রয়োজন সেটার লক্ষ্যেই এমন আচরণ তাঁর? সব মিলিয়ে ফিরহাদের এই ধরনের বেসুরো মন্তব্যে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। এই পরিস্থিতিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে তাঁকে সতর্ক করেন কিনা এখন সেটাই দেখার।