দেশজুড়েআবারও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনায় ৩,৬৮৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এক ধাক্কায় প্রায় তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়াতে দেশে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল- ৪,৩০,৭৫,৮৬৪। পাশাপাশি দেশে মৃতের সংখ্যাও জানানো হয়েছে। তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় গোটা দেশে ৫০জনের মৃত্যু হয়েছে। আর এরপরেই মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,২৩,৮০৩।
উল্লেখ্য, গত তিনদিন ধরে লাগাতার দৈনিক সংক্রমণ তিন হাজারের উপরে থাকায় এক সপ্তাহের মধ্যেই দেশে করোনা সংক্রমণের সংখ্যা ১৮ হাজার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ক্রমশ দেশে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৮০০ এরও বেশি সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে বলে খবর। তবে যে পাঁচ রাজ্যকে ঘিরে আতঙ্ক বাড়ছে সেগুলির মধ্যে দিল্লি, হরিয়ানা, কেরল, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র রয়েছে। দেশে মোট সংক্রমণের সিংহভাগই এই সমস্ত রাজ্যগুলি রয়েছে। তবে সবথেকে উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি। গত কয়েকদিন ধরেই রাজ্যভিত্তিক সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে রাজধানী। এমনকি গত ২৪ ঘন্টাতেও ১৫০০ এরও বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দিল্লি সহ এই পাঁচ রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। কেন সংক্রমণ বাড়ছে তা নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।