লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে আসন্ন পঞ্চায়েত ভোটে তিনটি স্তর মিলিয়ে বিজেপি এবার ৬৫০ জন সংখ্যালঘু প্রার্থী দিয়েছে।
যদিও বঙ্গ বিজেপির দাবি, এই প্রার্থীর সংখ্যাটা আরও অনেকটা বাড়ত। কিন্তু, শাসকদলের ভয়ে সেটা সম্ভব হয়নি। অনেকে চাইলেও তৃণমূলের ভয়ে ভোটে দাঁড়াতে পারেননি। আবার অন্যদিকে দেখা যাচ্ছে প্রার্থীদের মধ্যে যুবক ও মহিলাদের সংখ্যা অনেকটাই বেশি। আর এই চিত্র দেখে বেজায় খুশি বিজেপি নেতারা।
এই বিষয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি চালস নন্দী বলেন, “সংখ্যালঘুরা যে বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি সেটা আমাদের কাছে বড় আশার আলো।” পাশাপাশি বেশি দিন আর সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। জানা গিয়েছে, মুর্শিদাবাদ ও বীরভূম এই দুই জেলায় বিজেপির সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা সবথেকে বেশি।