বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার বাড়তে শুরু করেছে করোনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত দু’সপ্তাহে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা৷ মাত্র ১৫ দিনে প্রায় সাড়ে তিন গুণ বৃদ্ধি পেয়েছে করোনা। আচমকা দ্রুতহারে করোনাস্ফীতিতে উদ্বেগে প্রশাসন।
সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যের মোট ৬৩টি জেলায় করোনা সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে ছিল। দু’সপ্তাহ আগে এই সংখ্যাই ছিল মাত্র ১৫। চিন্তা বাড়াচ্ছে দিল্লি, কেরল, গুজরাত এবং মহারাষ্ট্র৷ এই চার রাজ্যে সংক্রমণের হার অন্যান্য রাজ্যের চেয়ে অনেকটাই বেশি রয়েছে। এরই মধ্যে পর পর দু’দিন আক্রান্তের সংখ্যা ১৮০০-এর গণ্ডি ছাড়িয়েছে। শীঘ্রই তা ২০০০-এর ঘরে পৌঁছে যাবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরাও। পরিস্থিতি হাতের মুঠোয় রাখতে কেন্দ্রীয় সরকারের তরফে দেশ জুড়ে কোভিডের মহড়ার আয়োজন করা হয়েছে। আগামী ১০ এবং ১১ এপ্রিল দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে।