দেশের পাশাপাশি এবার করোনা সংক্রমণ বেড়েই চলেছে রাজ্যেও। নতুন করে বাড়ছে চিন্তা রাজ্যের সংক্রমনের সংখ্যা নিয়ে। গত ২৪ ঘণ্টায় আশঙ্কা অব্যাহত রয়েছে বাংলায়। দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়ে ৫০ টপকে গিয়েছে। তবে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। যদিও আজ রাজ্যের পজিটিভিটি রেট ১.১০ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৯ হাজার ৬৮৬ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৫ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৩৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৮ হাজার ০৬৯ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৮১৬ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৩ লক্ষ ৫৯ হাজার ০৩৯ নমুনা পরীক্ষা করা হয়েছে।
প্রসঙ্গত কয়েক মাস ধরে মৃত্যুহীন ছিল আমাদের এই রাজ্য। কিন্তু গত সপ্তাহের শনিবার অর্থাৎ ২৮ মে রাজ্যে ফের করোনায় মৃত্যুর ঘটনা ঘটে। তার থেকে এক সপ্তাহ বাদে শনিবার আবারও করোনায় মৃত্যু দেখেছে বাংলা। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। বেলেঘাটা আইডি থেকে মৃত ওই রোগীর রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে।