ওঠা পড়া লেগে আছে রাজ্যের সংক্রমণের সংখ্যা। দৈনিক আক্রান্তের মাত্রা শেষ কয়েক দিনেই কমতে শুরু করেছিল। গতকালও অনেকটা কম ছিল বাংলার সংক্রমণ কিন্তু আজ ফের বাড়ল।
গতকালের থেকে অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা। এদিকে একাধিক মৃত্যু আজও হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও চিন্তা বাড়াচ্ছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে ৪.৭৭ শতাংশ। সুস্থতার হার ৯৮.৬৫ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯৯ হাজার ৯৫৮ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪০৫ জনের।
শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ১৬৬ জন। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১১১ জন। একদিনে সুস্থ হয়েছেন ৮৬৮ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৭১ হাজার ৫৯৯। আজ মোট পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯৯৫ নমুনা।
রোগ নিয়ে মানুষের আতঙ্কের কোনও শেষ নেই। বিগত কয়েক বছরে যেন এই নিয়ে চিন্তা আরও বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের জন্য। এখন আবার তার সঙ্গে চিন্তা রয়েছে মাঙ্কিপক্স, মারবার্গ, লং কোভিড, সহ আরও একাধিক ফ্লু নিয়ে।
কিন্তু এইসব সংক্রামক রোগ ঠিক কোন সময়ে মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পায়? এক গবেষণা পত্র বলছে, প্রায় ৫৮ শতাংশ সংক্রামক অসুখের প্রকোপ বাড়ে জলবায়ু পরিবর্তনের কারণে।
অবশ্যই এইসব সংক্রামক অসুখ মানুষের পরিচিত। জলবায়ু পরিবর্তন হল সবথেকে বড় কারণ বিভিন্ন রোগের বৃদ্ধির। কোনও কঠিন সংক্রামক রোগের তীব্রতা কত থাকবে তা এক প্রকাশ নির্ভর করে জলবায়ুর ওপরই।