সংক্রমণের সংখ্যায় আবারো বাড়লো চিন্তা

ফের ঊর্ধ্বমুখী বাংলার করোনা সংক্রমণ। ক্ষণিক স্বস্তির পর আবার কিছুটা অস্বস্তি বাড়াল। রাজ্যে সামান্য বাড়ল সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন। গত কয়েক দিন ধরেই উত্থান-পতন ঘটেছে দৈনিক আক্রান্তের সংখ্যায়। সংক্রমণের নিরিখে আজ আবার উত্তর ২৪ পরগনা শীর্ষে! গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে এখানে, সেখানে আক্রান্ত ৯৩ জন। এরপরেই রয়েছে দার্জিলিং। সেখানে একদিনে আক্রান্ত ৮৮ জন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, একদিনে শহরে আক্রান্ত ৮৭ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯ হাজার ২১৮ জন। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১৪৯০ জন। এ নিয়ে বাংলায় সুস্থতার হার দাঁড়াল ৯৭.৭৫ শতাংশ। একদিনে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। তবে এদিকে, করোনাকে হারিয়ে এক দিনে জয়ী হয়েছেন ১ হাজার ৪৯০ জন। এখনও পর্যন্ত মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৭৫ হাজার ২০৮ জন। করোনার দ্বিতীয় ঢেউ রুখতে রাজ্যে আগামী ১৫ তারিখ পর্যন্ত জারি কটোর বিধিনিষেধ। যদিও ছাড় রয়েছে বেশ কয়েকটি ক্ষেত্রে। সেই বেড়াজালেই কোভিড সংক্রমণ বাগে এসেছিল।