কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বঙ্গের সংক্রমণ, ওঠা পড়া লেগে আছে সংক্রমণের সংখ্যায়। দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে কমতে আবার কার্যত তা নিয়ন্ত্রণে চলে এসেছিল। গতকাল অনেকটাই কম ছিল বঙ্গের সংক্রমণ, কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের কিছুটা বৃদ্ধি হল তার।
২৫০-র ওপর চলে গিয়েছে আক্রান্তের সংখ্যা। তবে মৃত্যু আজ একদম কম। এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও তুলনামূলক একই আছে। এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটি রেট ২.৭২ শতাংশ। সুস্থতার হার ৯৮.৮২ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০৫ হাজার ২২২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ১ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৪৬ জনের।
একদিনে সুস্থ হয়েছেন ৪২৯ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৮০ হাজার ২৯৯। আজ মোট পরীক্ষা করা হয়েছে.১০ হাজার ০০৮ নমুনা। আপাতত এই পরিসংখ্যান থাকলেও সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কারণ করোনা ছাড়াও অন্যান্য রোগের উৎপাত বাড়তে দেখা যাচ্ছে। তার মধ্যে অবশ্যই আছে ডেঙ্গু।
আগেই স্বাস্থ্য দফতর জানিয়েছিল গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। এই প্রেক্ষিতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পদক্ষেপ নিতে রাজ্য সরকার আরও এক দফায় বৈঠকে বসতে চলেছে শনিবারই। স্বাস্থ্য সচিব সঞ্জয় বনশলের পৌরহিত্যে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।