বেড়ে চলেছে চিনে সংক্রমণের সংখ্যা

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর কত মাত্র দিন। এরই মাঝে আবার চিনের পরিস্থিতিতে নতুন করে উদ্বিগ্ন গোটা বিশ্ব। তবে কোনওভাবে চিন তাদের কোভিড পরিস্থিতি সামনে আনতে চাইছে না। বেজিং জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭৬১ জনের করোনা ধরা পড়েছে। তার আগের দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩০৩০। তবে ওয়াকিবহাল মহল বলছে, এই সংখ্যা আদৌ ঠিক নয়। কারণ, চিনে নাকি রোজ ১০ লক্ষ করে করোনা আক্রান্তের খোঁজ মিলছে৷ মৃত্যুর সংখ্যা এতটাই বেশি যে দাহকার্যে ২৪ ঘণ্টার বেশি সময়ও লেগে যাচ্ছে।

দাবি করা হয়েছে, চিনের চিকিৎসা পরিকাঠামো এর মধ্যেই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। প্রয়োজনীয় ওষুধপত্র এমনকী জ্বরের ওষুধও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শাংহাইতে করোনা আক্রান্তের গ্রাফ লাগামছাড়াভাবে বাড়ছে। যুদ্ধের জন্য প্রশাসনের তরফ থেকে হাসপাতালগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে।

প্রথমবার চিন থেকেই করোনা শুরু হয়েছিল। সেইসময় করোনার তথ্য লুকিয়ে রেখেছিল চিন। এরপর সেই অতিমারি ভয়াবহ আকার নিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। গোটা বিশ্ব ফের সচল হওয়ার রাস্তায় হাঁটা শুরু করার সময় ফের নতুনভাবে করোনা আতঙ্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু চিনের এই করোনা প্রকোপ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।