কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণের সংখ্যাকে। সংক্রমণ ওঠা-নামা করছিল গত কয়েকদিন ধরেই। বাংলার করোনা আক্রান্তের সংখ্যা যে একেবারে তলানিতে এসেছিল তা নয়, কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছিল।
কিন্তু আচমকাই গত ক’দিনে কিছুটা বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল বঙ্গের কোভিড গ্রাফে। তবে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক সংক্রমণ। তবে তা বেশি মাত্রায় নয়। তাই সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৩২ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৪৯ জন আক্রান্ত। দ্বিতীয় স্থানে আছে কলকাতা। শহরে আক্রান্ত হয়েছে ৪৭ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় সংক্রামিত ২১ জন।
বাকি অধিকাংশ জেলায় সংক্রমণ ২০-র নীচে রয়েছে যা মোটামুটি স্বস্তির ব্যাপার। এদিকে, রাজ্যে