বাড়ছে মৃত্যুর সংখ্যা

বিগত কিছু সময় ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল দেশের সংক্রমণে। কিন্তু এই মুহূর্তে দেশের কোভিড গ্রাফে আজ চিন্তা বহাল থাকল দেশবাসীর। কারণ আজ ভারতে দৈনিক সংক্রমণ তুলনায় কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সক্রিয় রোগীর সংখ্যাতেও বৃদ্ধি পেয়েছে তাই আশঙ্কা বাড়ছে। যদিও করোনার চতুর্থ ঢেউ নিয়ে এখনও আশার বাণী শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। আইসিএমআর বলছে, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কোভিড চতুর্থ ঢেউ আসার সম্ভাবনা নেই। তবে সকলকে সতর্ক থাকতে হবে এবং অন্তত কোভিড বিধি মানতে হবে।

কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৯৭ জন। এর মধ্যে শুধু দিল্লিতেই আক্রান্ত ১ হাজার ১১৮ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৫৪ জনের। আবার একদিনে সুস্থ হয়েছে ২ হাজার ৯৮৬ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ২৫ লক্ষ ৬৬ হাজার ৯৩৫। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২০ হাজারের নীচে নেমেছে। আজ তা আপাতত দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৯৪। এদিকে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ১৫৭ জনের। আপাতত সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে ১৯০ কোটি ৬৭ লক্ষ ৫০ হাজার ৬৩১ ডোজ। গতকাল ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৪ লক্ষ ৮৩ হাজার ৮৭৮ ডোজ।

এদিকে জানা গিয়েছে, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরে হালকা উপসর্গ রয়েছে। আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি। যদিও তিনি বুস্টার ডোজ নিয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগে থেকেই নতুন কোভিড ঢেউ নিয়ে সতর্ক করে আসছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাই সকলকে পরামর্শ দেওয়া হয়েছে নির্দিষ্টভাবে কোভিড বিধি মেনে চলতে।