মৃত্যুর সংখ্যা প্রায় নেই বাংলায়

ধীরে ধীরে চিন্তা বাড়ছে দেশের সংক্রমনের বাড়তে থাকা সংখ্যা। কিন্তু পাশাপাশি আবার স্বস্তি দিচ্ছে রাজ্যের নিয়ন্ত্রণে থাকা সংক্রমনের সংখ্যা। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০-এর নীচে। এদিকে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৩৩ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ১৫৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০১ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৬ হাজার ৬৫১ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২৫৩ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫০ লক্ষ ২৯ হাজার ৬৫১ নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে গত সপ্তাহ থেকেই দেশজুড়ে ফের হু হু করে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার অ্যাক্টিভ কেস এবং পজিটিভিটি রেট। এর জেরে দেখতে দেখতেই আজ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে তিন হাজারের ঘরে। বুধবারের থেকে এক ধাক্কায় প্রায় চারশো বেড়েছে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম স্থানে রয়েছে রাজধানী দিল্লি।