বঙ্গের মৃত্যুর সংখ্যা বজায় রইল মৃত্যুর সংখ্যা

ঊর্ধ্বমুখী করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। দৈনিক আক্রান্তের সংখ্যা শেষ কয়েক দিনে কমতে শুরু করলেও মাঝে আবার ঊর্ধ্বমুখী হয়েছিল। তবে আজ দৈনিক সংক্রমণ গতকালের থেকে কমেছে।

এদিকে একাধিক মৃত্যু আজও হয়েছে বাংলাতে কিন্তু সেই সংখ্যাও হ্রাস পেয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অবশ্য চিন্তা বাড়াচ্ছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে ৪.৮০ শতাংশ। সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০১ হাজার ৫৪৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে।

মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪১৭ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৭৭৫ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৭৩ হাজার ৯৯৮। আজ মোট পরীক্ষা করা হয়েছে.৯ হাজার ৮৪২ নমুনা। তবে দু’দিন বাদে স্বাধীনতা দিবস উজ্জাপন। তাই স্বাভাবিকভাবেই জায়গায় জায়গায় ভিড় বাড়বে বলেই অনুমান। ঠিক এই জায়গাতেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ইতিমধ্যে।

কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে আসন্ন স্বাধীনতা দিবসে বড় জমায়েত এড়িয়ে চলতে। শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এবং মাস্ক পরার কথাও আরও একবার বলা হয়েছে। কোনও ভাবেই যাতে সংক্রমণ বাড়তে না পারে তার জন্য সচেতনতা অবলম্বনের কথা জানান হয়েছে।

আসলে রোগ নিয়ে মানুষের আতঙ্কের কোনও শেষ নেই। বিগত কয়েক বছরে যেন এই নিয়ে চিন্তা আরও বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের জন্য। এখন আবার তার সঙ্গে চিন্তা রয়েছে মাঙ্কিপক্স, মারবার্গ, লং কোভিড, সহ আরও একাধিক ফ্লু নিয়ে। তাই সচেতন থাকতেই হচ্ছে।