বাড়লো বঙ্গের মৃত্যুর সংখ্যা

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে সাধারণ মানুষ। এখনও করোনাভাইরাসের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে মানুষকে। দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে কমতে আবার কার্যত তা নিয়ন্ত্রণে চলে এসেছিল।

কিন্তু কিছুটা হলেও ফের বেড়েছে সংক্রমণ। বঙ্গে আজ ৪০০-র ওপরেই আছে দৈনিক সংক্রমণ। মৃত্যুও আজ হয়েছে একাধিক। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। আজ রাজ্যের পজিটিভিটি রেট ৪.০৪ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০৩ হাজার ৭৬১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৩০ জনের।

একদিনে সুস্থ হয়েছেন ৫৮৭ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৭৭ হাজার ৮৬১। আজ মোট