কিঞ্চিৎ স্বস্তি মিলল রাজ্যের দৈনিক সংক্রমনের সংখ্যায়

বেশ খানিকটা চিন্তার পর কিঞ্চিৎ স্বস্তি মিলল রাজ্যের দৈনিক সংক্রমনের সংখ্যায়। বাড়াবাড়ি রকমের সংক্রমণ বেড়েছিল বঙ্গে এবং তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। তবে এই মুহূর্তে কিঞ্চিত স্বস্তি কারণ আক্রান্তের সংখ্যা আপাতত নিম্নমুখী হয়েছে। তবে আজও গতকালের তুলনায় সামান্য কমেছে দৈনিক আক্রান্ত। এদিকে কলকাতার সংক্রমণও এখনই কম হওয়ার দিকে যাচ্ছে না। সব মিলিয়ে একটি চাপা উদ্বেগ রয়েই যাচ্ছে।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৫৯ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩৭ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৭৫৯ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১ হাজার ৭৪৭ জন। তৃতীয় স্থানে বীরভূম। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৭৭৭ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৩৯ হাজার ৯২০ জন। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ২৩০ জনের। আজ বঙ্গের পজিটিভিটি রেট ১৬.২৭ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮১৫ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৭ লক্ষ ৭৪ হাজার ৮৮১ জন। এদিকে ১১ মার্চের পর থেকে কোভিড সাধারণ রোগে পরিণত হতে পারে বলে দাবি করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর অতিমারি বিভাগের প্রধান সমীরণ পাণ্ডা।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। একই সময় দেশে মৃত্যু হয়েছে ৪৯১ জন করোনা আক্রান্ত রোগীর৷ পাল্লা দিয়ে দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও৷ ভারতে ৯ হাজার ২৮৭ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে৷ কিন্তু মৃত্যুর এই পরিসংখ্যান নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন। দাবি করা হচ্ছে, বিভিন্ন দেশের সরকার যে পরিসংখ্যান দিচ্ছে তা আসলে সঠিক নয়। আসল কোভিডে মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। এর আগে একাধিক রিপোর্ট ঠিক এমনই দাবি করেছিল।