নতুন করে উদ্বেগ বাড়িয়েছে করোনাভাইরাস। করোনা ছাড়াও একাধিক রোগ নিয়ে এখন চিন্তা দেশের মানুষের, কিন্তু করোনার দৈনিক সংক্রমণ ত্রাস যে আরও বাড়াচ্ছে তাও অস্বীকার করা যায় না।
শেষ কয়েক দিনে অনেকটা বেড়েছিল দেশের কোভিড গ্রাফ, কিন্তু আজ আবার সংক্রমণ ২০ হাজারের নীচে চলে এসেছে। যদিও চিকিৎসক মহলের পরামর্শ, সতর্ক থাকতে হবে।
করোনার মতোই আবার মাঙ্কিপক্স নিয়ে আতঙ্ক বাড়ছে ভারতের। ইতিমধ্যেই একাধিক রোগী পাওয়া গিয়েছে।
কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪০৬ জন, একই সময় মৃত্যু হয়েছে ৪৯ জনের। গত একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯২৮ জন। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৪ হাজার ৭৯৩ জন। মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৬৪৯ জনের।
এদিকে পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ৬৫ হাজার ৫৫২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। ভারতের সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। অন্যদিকে টিকাকরণে ২০০ কোটি ডোজ ছাপিয়ে গিয়েছে দেশ। মোট টিকার পরিমাণ ২০৫ কোটি ৯২ লক্ষের বেশি।
তবে করোনা আগের মতো মারাত্মক প্রভাব নিয়ে না এলেও চিকিৎসকরা করোনা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মার্কিন চিকিৎসকরা জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠার পরেও ১২ ধরনের রোগের উপসর্গ দেখা দিচ্ছে।
যার জেরে হাসপাতালেও ছুটতে হচ্ছে বার বার। সময় মতো চিকিৎসা না করালে মৃত্যুও হতে পারে৷ সমীক্ষায় দেখা গিয়েছে করোনা থেকে সেরে ওঠার পরে অনেকে টাইপ টু ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হয়েছেন।
মার্কিন সমীক্ষায় বলা হয়েছে, গত বছর যাঁরা করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাঁদের পরবর্তী এক বছরের মধ্যে স্বাস্থ্যের গুরুতর সমস্যার সম্ভাবনা দেখা দিয়েছে।