একলাফে অনেকটা বাড়লো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

ইতি মধ্যেই চারদিকে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশংকা হচ্ছে। তবে এই মুহূর্তে যে আক্রান্তের সংখ্যা বাগে আসবে না তাও স্পষ্ট। কারণ বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছে তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। আজও বাংলার কোভিড গ্রাফ উপরের দিকেই। সোমবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ৯ হাজার ০৯৩ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১৬ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৪ হাজার ৭৫৯ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১ হাজার ৩৯১ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ৬৪ হাজার ৩০১ জন। মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৮১০ জনের। আজ বঙ্গের পজিটিভিটি রেট কিছুটা কমে ১৮.৯৬ শতাংশ। উল্লেখ্য, আজ দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৩৭৯। তবে ব্যাপক স্বস্তি দিয়ে দৈনিক মৃত্যু আজও অনেকটা কম। আজ মৃত্যু হয়েছে ১২৪ জনের। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার ২৬১ জন, এবং মোট মৃত্যু ৪ লক্ষ ৮২ হাজার ০১৭ জন।

এদিকে, ওমিক্রন আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯২ যার মধ্যে সুস্থ ৭৬৬ জন। দেশের মোট ওমিক্রন আক্রান্তের ৭৫ শতাংশই মুম্বই, দিল্লি, কলকাতার বাসিন্দা। ওমিক্রন সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ওমিক্রনে আক্রান্ত ৫৬৮ জন। তার পরই রয়েছে দিল্লি ৩৮২ জন। অন্যদিকে, দেশের মোট সংক্রমণের হার এই মুহূর্তে ৩.২৪ শতাংশ। যা পরিস্থিতি তাতে ইতিমধ্যেই কোভিড টাস্ক ফোর্সের প্রধান চিকিৎসক এন কে অরোরা জানিয়েছেন, ভারতে কোভিড তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে।