দেশের করোনা সংক্রমণের সংখ্যা নিম্নমুখী

দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ ক্রমশই নিম্নমুখী হচ্ছে। স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেল। বিশ্বের দ্বিতীয় দেশে হিসাবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে কেবলমাত্র আমেরিকাতে ৩ কোটি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। অপরদিকে, জানা দিচ্ছে একদিনে মৃত্যু হয়েছে ১৩৫৮ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড মুক্ত হয়েছেন ৬৮ হাজার ৮১৭ জন। বাড়ছে সুস্থতার হারও। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪ জন।

অন্যদিকে, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়া নিয়ে ক্রমেই বাড়ছে আতঙ্ক। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন আর কয়েক সপ্তাহ পরই নতুন করে ভয়ংকর রূপ ধারণ করতে পারে মারণ ভাইরাস। তারই মধ্যে করোনার ডেল্টা স্ট্রেন নিয়েও উদ্বিগ্ন দেশবাসী। এমন পরিস্থিতিতে ২১ জুন টিকাকরণে রেকর্ড গড়েছিল ভারত। ৮৬ লক্ষেরও বেশি মানুষ একদিনে পেয়েছিলেন করোনা ভ্যাকসিন। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন ২৯ কোটি ৪৬ লক্ষেরও বেশি মানুষ।