কিছুটা কমলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

একনাগাড়ে বেশ কয়েকদিন ঊর্দ্ধমুখী থাকার পর আজ কিছুটা কমলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ৬৮ হাজার ৮৮০ জন। মৃত্যুর হার নামল অনেকটাই। মৃত্যু হয়েছে ৩৫০ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০ জনের। আর করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৬ হাজার ২৭৫ জন। তবে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছেই। তা নিয়ে নতুন করে চিন্তিত স্বাস্থ্যমহল। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৫৯ হাজার ৬৮০।

পরিসংখ্য়ান অনুযায়ী, কেরলের গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬২২ জন। মৃত্যু হয়েছে ১৩২ জনের। কেরলের পরিস্থিতিত দেখে অনেকেরই ধারণা, করোনার তৃতীয় ধাক্কা সেখানে পৌঁছেছে। এর নেপথ্যে নতুন এক স্ট্রেন – C.1.2 দায়ী বলে মনে করা হচ্ছে। যা আগের স্ট্রেনগুলির তুলনায় সংক্রামক বেশি। তার জেরেই সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না। তবে কেরল প্রশাসন সংক্রমণ রুখতে নাইট কারফিউ, সপ্তাহান্তে লকডাউন জারি রয়েছে। আর দেশেও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জারি কোভিড সংক্রান্ত কঠোর বিধিনেষেধ। 

মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জোর দেওয়া হচ্ছে টিকাকরণে। ইতিমধ্যে দেশেকর ৬৪ কোটি ৫ লক্ষ ২৮ হাজার ৬৪৪ মানুষকে ইতিমধ্য়ে টিকা দেওয়া হয়েছে। এই বছরের মধ্য়ে দেশের সমস্ত নাগরিককে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। উৎসবের মরশুমে সেই কাজে গতি আরও বাড়ানো হচ্ছে।