ধীরে ধীরে রাজ্যে এবার স্বস্তির চেহারা বদলাচ্ছে৷ করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বড়দিনে উপচে পড়ল মানুষের ভিড়৷ উৎসবের আমেজে গা ভাসাল আবালবৃদ্ধবনিতা৷ এর পরেই রাজ্যের কোভিড বুলেটিনে উদ্বেগের ছবি৷ নতুন করে রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন৷ শুধুমাত্র কলকাতায় আক্রান্ত হয়েছেন ২১৯ জন৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের৷
কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা ২০০ পার করার সঙ্গে সঙ্গে জেলাগুলিতেও বাড়ছে সংক্রমণ৷ উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৪৮জন। হুগলিতে ৩৭জন ও হাওড়ায় ৩৫জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে করোনার দাপট কিছুটা কম। দার্জিলিং-এ নতুন করে ১৪জন সংক্রমিত হওয়ার খবর মিলেছে৷ কোচবিহার এবং জলপাইগুড়িতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন৷
গত ২৪ ঘণ্টায় রাজ্যে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তার মধ্যে ৩ জনই কলকাতার৷ বাকি দু’জনের মধ্যে ১ জন দক্ষিণ ২৪ পরগনা ও একজন নদিয়ায় বাসিন্দা৷ তবে উত্তরবঙ্গের কোনও জেলায় কোভিডে মৃত্যুর খবর নেই৷ এদিকে বিশেষজ্ঞরা বলছেন, কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০র গন্ডি পেরনোর বিষয়টা নিশ্চিতভাবেই উদ্বেগের। সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া থেকে শুরু করে বিভিন্ন পার্কে উপচে পড়া মানুষের ভিড়। মানুষ যদি সতর্ক না হন, তাহলে সংক্রমণ কোথায় গিয়ে থামবে তা নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, ওমিক্রন নিয়ে উদ্বেগের কিছু নেই৷ তবে সতর্ক থাকতে হবে৷ সচেতন থাকতে হবে৷