রাজ্যে দশ হাজারের কাছে পৌঁছাচ্ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

রাজ্যে মাত্র ছাড়াচ্ছে করোনা সংক্রমণের নয়া প্রজাতি। বাড়াবাড়ি রকমের সংক্রমণ বেড়েছে বঙ্গে এবং তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। তবে এই মুহূর্তে যে আক্রান্তের সংখ্যা বাগে আসবে না তাও স্পষ্ট। কারণ বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছে তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। আজও বাংলার কোভিড গ্রাফ উপরের দিকেই।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ২১ হাজার ০৯৮ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১৯ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৬৫ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৪ হাজার ০১৬ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লক্ষ ৯৫ হাজার ৪৩০ জন। মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৯৩৬ জনের। আজ বঙ্গের পজিটিভিটি রেট প্রায় ৫ শতাংশ কমেছে আগের থেকে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ০৩৭ জন। এখনও পর্যন্ত করোনামুক্ত বাংলার ১৬ লক্ষ ৭৩ হাজার ২৫৮ জন। সুস্থতার হার ৯৩.২০ শতাংশ।

আবার কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ০৬৩ জন৷ আজ দৈনিক সংক্রমণ কমেছে ৬.৪ শতাংশ। একই সময় মৃত্যু হয়েছে ২৭৭ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৫৮ লক্ষ ৭৫ হাজার ৭৯০ এবং মোট মৃত্যু ৪ লক্ষ ৮৪ হাজার ২১৩। এদিকে, দেশের সংক্রমণের হার আপাতত রয়েছে ৫.১৮ শতাংশে। তবে গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ১০.৬৪ শতাংশ। তবে দেশে সুস্থতার হার আপাতত কমে হয়েছে ৯৬.৩৬ শতাংশ। অন্যদিকে তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৯ হাজার ৯৫৯ জন।