আগামী পঁচিশ বছর দেশের সব চেয়ে গুরুত্বপূর্ণ সময়

আগামী সময় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। আগামী সময়ে দেশসের উন্নয়ন পথকে আরো বেশি সুগম করে তুলতে চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কারণে আগামী পঁচিশ বছর সময়কে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। এই কয়েক বছরে অনেক পরিবর্তন আসবে। যানবাহন বাতিল নীতি চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষিতে দেশের যুব সমাজকে তিনি এগিয়ে আসার বার্তা দিয়েছেন। দেশে অনুপযুক্ত যানবাহন বাতিল করার বিষয়ে নীতি নিয়ে বহুদিন ধরেই কাজ করছে মোদি সরকার। অবশেষে এই নীতি চালু করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এই নতুন নীতির কথা বলতে গিয়ে বলেন, ট্র্যাফিককে দূষণমুক্ত করাই এই নীতির মূল উদ্দেশ্য। এই নীতির কারণে রাস্তা থেকে পুরনো ও দূষণ সৃষ্টিকারি যানবাহনকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। ফলে দেশের প্রায় সব নাগরিকের জীবনে পরিবর্তন আসবে।

তিনি এও জানান যে, এই নীতির কারণে শিল্প ক্ষেত্রেও পরিবর্তন আসবে, আবার দেশের অর্থনৈতিক উন্নতিতেও বড় ভূমিকা ভেবে এটি। সারা দেশে রাস্তায় চলার অনুপযুক্ত প্রায় ১ কোটি যানবাহন রয়েছে, সেগুলি বিজ্ঞানসম্মতভাবে রাস্তা থেকে তুলে নেওয়া হবে ধীরে ধীরে। তবে সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, যানবাহন কত পুরনো সেদিকে খেয়াল না করে গাড়িগুলির অবস্থা চলাচলের যোগ্য কিনা সেটাই বিচার করা হবে।