একটু খানি বৃষ্টির আশায় চাতক পাখির মতন বসে রয়েছে দক্ষিনবঙ্গ বাসী। সেমইত আজ সকালে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বেলা বাড়তেই সেই সম্ভাবনা নিশ্চিন্তে উবে গেল। এদিন দুপুর নাগাদ আবহাওয়া দফতরের সূত্র মারফত জানা গিয়েছে, দখিণা বাতাসের প্রভাব কমে উত্তর-পশ্চিম বাতাসের প্রভাব বাড়তেই বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছে। জেকারনে আগামিকাল, শনিবার থেকে তিন-চারদিন শুষ্ক আবহাওয়া আংশিক মেঘলা আকাশ। শুষ্ক হবে আবহাওয়া তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে।
পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে আবারও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে তাপমাত্রা। মূলত, দখিনা বাতাসের প্রভাব কমার ফলে উত্তর-পশ্চিম বাতাসের প্রভাব বেড়েছে। এর ফলে বৃষ্টির সম্ভাবনা কমছে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় আপাতত বৃষ্টি চলবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ, শুক্রবার রাতে খুবই সামান্য সম্ভাবনা বৃষ্টির। রাতে নাহলে আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আগামী তিন-চার দিন শুষ্ক আবহাওয়া, আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকায়।
উল্লেখ্য, আজ সকালে (শুক্রবার) আবহওয়া দফতর জানিয়েছিল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার কথা ছিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বিকেল বা সন্ধ্যের দিকে বিক্ষিপ্তভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছিল। বলা হয়েছিল হতে পারে কালবৈশাখীও। আবার কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনাও ছিল। প্রসঙ্গত শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার কথা শোনালেও এদিন বেলা সেই আশায় জল ঢেলেছে উত্তর-পশ্চিম বাতাস।