বিগত বেশ কিছু সময় ধরে উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে দেশের বিভন্ন দিকে, ওয়াকফ আইনের বিরুদ্ধে বাংলা সহ ভারতের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। সেগুলির শুনানি হল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি কেভি বিশ্বনাথন ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চে। এদিন বেশ কিছু নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
শুরুতেই ওয়াকফ সংশোধনী আইনের সমর্থনে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। পাল্টা প্রধান বিচারপতি বলেন, ‘কিছু ভালো অবশ্যই আছে। সম্পূর্ণ স্থগিত করে দেওয়ার কথা কখনওই বলা হয়নি। কিন্তু পরিস্থিতি বদলে যাক, সেটা চাই না’।
এরপরেই সুপ্রিম কোর্টের নির্দেশ, পরবর্তী শুনানি অবধি ওয়াকফ বোর্ড কিংবা পর্ষদে নিয়োগ করা যাবে না। সেই সঙ্গেই ১৯৯৫ সালের আইনে নথিভুক্ত কোনও ওয়াকফ সম্পত্তিতে বদল করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী ৫ মে ফের এই মামলার শুনানি রয়েছে।