বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এই করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় বিগত অনেক মাস ধরেই চলেছে টিকাকরণ। করোনা সংক্রমণ রোধে টিকাকরণ শুরু হয়েছিল গোটা বিশ্বজুড়ে। এখনও তা দাপটের সঙ্গে চলছে।
সংক্রমণ ওঠা-নামা করছিল গত কয়েকদিন ধরেই। বাংলার করোনা আক্রান্তের সংখ্যা যে একেবারে তলানিতে এসেছিল তা নয়। গতকালের মতো আজও ২০০-র ওপরই আছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় একটু কমেছে।
তাও সকলকে আরও সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। সামনে দুর্গাপুজো, তাই সংক্রমণ যে কোনও সময় বাড়তে পারে ভিড়ের কারণে তাও আশঙ্কা। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২০৪ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ০৮ হাজার ৮২৭ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৮১ জনের।
গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ২২০ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৮৫ হাজার ৪৩৫ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৮ হাজার ০৮৫ টি। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ২.৫২ শতাংশে।