দু বছর আগেই বদল আসে আফগানিস্তান সরকারে৷ মার্কিন বাহিনীকে উচ্ছেদ করে ফের কাবুলের মসনদ দখন করে বন্দুকধারী তালিবান৷ শহরের বাতাসে ফের বারুদের ঘ্রাণ৷ ২০২১ সালের ১৫ অগাস্ট। নতুন করে ক্ষমতা আসে তালিবান৷ গত দেড় বছর ধরে আফগানিস্তানে চলা তালিবানি শাসনে অনেক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আফগানিস্তানের পরিস্থিতি দেখে শঙ্কিত গোটা দুনিয়া। এই প্রেক্ষাপটে তাদের প্রতি দুনিয়ার নজর বদলাতে মরিয়া তালিবান।
যার প্রথম পদক্ষেপ হিসাবে ঝাঁ চকচকে সুপারকার তৈরি করল তালিবান সরকার। আদ্যন্ত ঝাঁ চকচকে মডেলের এই অত্যাধুনিক সুপারকারের চেহারা এক কথায় চোখধাঁধানো। এটাই আফগানিস্তানে প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারকার। যার নামকরণ করা হয়েছে, ‘মাডা ৯’। মরুপ্রদেশ কাতারে একটি প্রদর্শনীর মধ্যে দিয়ে বিশ্বদরবারে আত্মপ্রকাশ করবে আফগানি সুপারকার৷ জানা গিয়েছে, গত ৫ বছর ধরে এই গাড়ি তৈরির কাজ চলছে।
‘এনটোপ’ নামে এক সংস্থার সঙ্গে যৌথ ভাবে গাড়িটি তৈরি করছে কাবুলের ‘আফগানিস্তান টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট’। ‘মাডা ৯’ হল একটি ‘মিড-ইঞ্জিন সুপারকার’। মূলত তীব্র গতির জন্য এই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। তবে প্রাথমিকভাবে এই গাড়ি কেবল আফগানিস্তানেই মিলবে৷ আগামী দিনে বিশ্বের অন্য দেশেও পৌঁছে যাবে এই সুপারকার।