শুরু হয়েছে নতুন বছর। নতুন বছরের শুরুতেই রাজ্য জুড়ে প্রস্তুতি চলছে মাধ্যমিক পরীক্ষার। আগামী ১০ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে আগামী ২২ ফেব্রুয়ারি। বিগত কয়েক বছরে একাধিকবার ফাঁস হয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র।
যার জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখতে এবং গোটা পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠভাবে পরিচাললনা করার জন্য এবার ব্যাপক কড়া পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সাধারণত প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে না পুলিশ।
তবে এবছর থেকে এই নিয়মে আসছে বিরাট বদল। বিশেষ প্রয়োজনে কোনো পরীক্ষার্থীদের অভিভাবক যদি পরীক্ষাকেন্দ্রে ঢোকেন তাহলে এবার থেকে সেই অভিভাবকের দেহ তল্লাশি করবে পুলিশ। এই কথা জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।