দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন

চলতি মাসেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন। আগামী ২৮ মে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবনের। ২০২০ সালের ডিসেম্বর মাসে সংসদ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অন্যতম অংশ এই সংসদ ভবন। টাটা গোষ্ঠী এই নতুন সংসদ ভবন তৈরি করেছে।

কয়েকশো কোটি টাকা খরচ করে তৈরি করা এই সংসদ ভবনে একদিকে যেমন আভিজাত্যের ছোঁয়া থেকে শুরু করে আধুনিকতার অদ্ভুত মিশ্রন রয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বেই ৬৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে এই সংসদ ভবন। চারটি তল বিশিষ্ট এই সংসদ ভবন তৈরি করার অন্যতম কারণ ছিল সাংসদদের বসতে দেওয়ার জন্য স্থানাভাব এবং পুরনো সংসদ ভবনের বেহাল দশা।

নতুন এই সংসদ ভবন বর্তমান সংসদ ভবনের থেকে আয়তনে প্রায় ১৭ হাজার স্কোয়ার ফুট বড়। ১২০০-রও বেশি সাংসদ সেখানে বসতে পারবেন। রয়েছে সাংসদদের জন্য আলাদা ঘর। এছাড়াও কমিটি রুম, পাঠাগার, খাবারের জায়গা। রয়েছে বিশেষ পার্কিং-র জায়গাও।