বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নির্বাচন আবহেই ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
ওমপ্রকাশ তৃণমূল নেতাও বটে। তাঁকে উপাচার্য পদে নিয়োগ করেছিল রাজ্য সরকাই। সেই ওমপ্রকাশের ৩ মাসের কার্যকালে বিশ্ববিদ্যালয়ের বিরাট অংকে অর্থের নয়ছয় এবং পরিচালন সংক্রান্ত একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে। এবার সেই সমস্ত অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দিলেন খোদ রাজ্যপাল আনন্দ বোস।
তদন্তভার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের হাতে। স্বাভাবিকভাবেই রাজ্যপালের এই পদক্ষেকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জা শুরু হয়ে গিয়েছে। অনেক আগেই নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। তারপরই তাঁর জায়গায় দায়িত্ব নিয়ে আসেন ওমপ্রকাশ মিশ্র।