চলতে থাকা দুর্নীতির অভিযোগের মাঝেই নয়া উদ্যোগ শিক্ষা পর্ষদের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী থেকে শুরু করে শিক্ষা পর্ষদের আধিকারিকরা।

এমন অবস্থায় পর্ষদ নিজেদের ভাবমূর্তি ফেরাতে নতুন উদ্যোগ নিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, এ বছর থেকে সম্পূর্ণভাবে অফলাইনে ভর্তির প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের সব D.El.Ed কলেজে। কলকাতা হাইকোর্টে এদিন পর্ষদ বলে, আর অফলাইন অ্যাডমিশন হবে না রাজ্যের ৪৪ টি সরকারি এবং প্রায় ৬০০-র বেসরকারি D.El.Ed কলেজে।

শিক্ষা মহল মনে করছে, দুর্নীতির পাহাড়ে বসে থাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের এই উদ্যোগ বেশ তাৎপর্যপূর্ণ। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয় রাজ্যে ডিএলএডের ভর্তিতে।