নতুন নির্দেশিকা জারি করা হলো ত্রিপুরা সরকারের তরফে

করোনা আবহে নতুন নির্দেশিকা জারি করা হলো ত্রিপুরা সরকারের তরফে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের ঠিক আগে RT-PCR টেস্ট নিয়ে নতুন নির্দেশিকা জারি করল বিপ্লব দেব সরকার। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ভিন রাজ্য থেকে ত্রিপুরায় আসার অন্তত ৪৮ ঘণ্টা আগে RT-PCR টেস্টের রিপোর্ট নেগেটিভ হওয়া বাধ্যতামূলক৷ রিপোর্ট না থাকলে ত্রিপুরায় আসার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের RT-PCR টেস্ট করাবে ত্রিপুরা সরকার এবং রিপোর্ট হাতে না আসা পর্যন্ত যাত্রীদের ত্রিপুরায় ঢুকতে দেওয়া হবে না৷ 

ত্রিপুরা সরকারের নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে সকল রাজ্যে পজেটিভিটি রেট ৫ শতাংশ বা তার বেশি সেই সকল রাজ্যের যাত্রীদের জন্য এই টেস্ট বাধ্যতামূক৷ কেরল, হিমাচল প্রদেশ, সিকিম, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচলপ্রদেশ এবং নাগাল্যান্ডের পাশাপাশি তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও। শুধু বিমানবন্দর নয়, সড়কপথে রাজ্যের প্রবেশদ্বার চূড়াইবাড়ি ও প্রতিটি রেল স্টেশনে যাত্রীদের করোনা পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ 

উল্লেখ্য, আগামীকাল ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে আটকাতেই এবার RT-PCR নিয়ে এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, ত্রিপুরায় সম্প্রতি বিজেপি’র ঘর ভেঙে দলকে আরও চাঙ্গা করেছে তৃণমূল৷ ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন একদা ত্রিপুরা বিজেপি’র এক্সিকিউটিভ কমিটির সদস্য পরীক্ষিত দেববর্মা৷