বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার আক্রান্তের সংখ্যা দেখতে দেখতে আবার পেরিয়ে গেল ৩ হাজার! দেশের কোভিড পরিস্থিতি ফের একবার বিরাট আতঙ্ক সৃষ্টি করতে শুরু করেছে। ভারত শুধু নয়, বিশ্বের অন্যান্য কিছু দেশেও করোনা সংক্রমণ বাড়ছে। তাই এই পরিস্থিতিতে নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
শেষ পাওয়া তথ্য অনুসারে, ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬ জন। একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ শতাংশ! এদিকে দেশের দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.৭৩ শতাংশ। আর ভারতে বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০৯। সংক্রমণের পাশাপাশি মৃত্যু নিয়েও চিন্তা বাড়ছে। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৬২। তবে সুস্থতার হার খুব একটা কমে যায়নি এখনও। তা ৯৮ শতাংশের ওপরেই আছে।
জানান হয়েছে, করোনার টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গেলেও ফের নতুন করে বুস্টার ডোজ নিতে হবে। এমনকি বুস্টার নেওয়া থাকলেও তা পুনরায় নিতে হবে। টিকার ব্যবধান নিয়েও স্পষ্টভাবে জানিয়েছে ‘হু’। নতুন বুস্টার ডোজের ব্যবধান ৬ মাস থেকে ১ বছরের মধ্যে হবে।