নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে

খুশির খবর, বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে৷ এতদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হত পরিবারের মহিলাদের নামে৷ কিন্তু এবার থেকে স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন ‘সিঙ্গেল পুরুষ’রাও৷ তবে এর জন্যক আবেদনকারীকে স্থানীয় কাউন্সিলর বা বিধায়কের কাছ থেকে একাকী, পরিবারহীন হওয়ার ‘বৈধতাপত্র’ সংগ্রহ করতে হবে৷ এবং সেটি জমা দিতে হবে ফর্মের সঙ্গে৷ প্রয়োজনে সত্যতা যাচাই করবেন বিভাগীয় আধিকারিকরা৷ এর পরই ওই একাকী পুরুষকে স্বাস্থ্যরসাথী কার্ডের অনুমোদন দেওয়া হবে৷

এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যরসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘‘প্রথম যখন স্বাস্থ্যুসাথী চালু হয় তখন মহিলাদের নামেই গোটা পরিবারকে এই চিকিৎসা বিমা দেওয়া হচ্ছিল। এরপর সিঙ্গল মহিলা এবং পরে সিঙ্গেল পুরুষদেরও স্বাস্থ্যংসাথী কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্যং স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করার আগে একাকী হওয়ার প্রমাণ হিসাবে জনপ্রতিনিধির থেকে একটা সার্টিফিকেট ফর্মের সঙ্গে জমা দিতে হবে।’’

স্বাস্থ্য্দপ্তর সূত্রে খবর, স্বাস্থাসাথী কার্ডের পরিষেবা চালু হওয়ার পর এর থেকে বহু মানুষ উপকৃত হয়েছেন৷ পাশাপাশি শুধুমাত্র ‘সিঙ্গল’ হওয়ার করাণে অনেকেই এই চিকিৎসা বিমার সুবিধা থেকে বঞ্চিতও হয়েছেন। এই বিষয়টি সম্পর্কে মুখ্যওমন্ত্রী অবগত হওয়ার পরই সিঙ্গলদের দ্রুত স্বাস্থ্যযসাথী কার্ড দেওয়ার সবুজ সংকেত দেন তিনি।