খুব সহজেই প্রথম পরীক্ষায় জয় লাভ হলো নতুন মুখ্যমন্ত্রীর

অবশেষে ফিরলো স্থিতি। জয় পেলেন নতুন মুখ্যমন্ত্রী।বিরাট টালবাহানা কাটিয়ে উঠে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পর ‘প্রথম পরীক্ষা’ দিলেন একনাথ শিন্ডে আর তাতে সহজ অঙ্কেই জয় পেলেন তিনি। মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটে জয়ী হল শিন্ডে-ফড়ণবীশের বিজেপি সরকার।

ম্যাজিগ ফিগার ভালো ভাবেই টপকে সহজ জয় ছিনিয়ে নিয়েছেন তারা। ১৪৪ ভোট দরকার ছিল তাদের গোষ্ঠীর। সবশেষে তারা পেলেন ১৬৪ জন বিধায়কের সমর্থন। শিন্ডে সরকারের বিরুদ্ধে ভোট পড়েছে ৯৯টি।

আগের দিন অর্থাৎ রবিবার মহারাষ্ট্র বিধানসভায় স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন রাহুল নরবেকর। তবে স্পিকার নির্বাচনে পাঁচ এনসিপি বিধায়ক ভোট না দেওয়া সেই নিয়ে দলের অন্দরে দ্বন্দ্বের জল্পনা তৈরি হয়েছে।

এদিকে স্পিকার পদে এসেই তিনি কিছু রদবদল করেন।শিবসেনার পরিষদীয় নেতার পদ থেকে উদ্ধব ঠাকরে শিবিরের অজয় চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়। ফেরানো হয়েছে একনাথকে।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই একনাথ শিন্ডে দাবি করেছিলেন যে তাঁর সঙ্গে ৫০ বিধায়ক আছে। পরে যে অঙ্ক দাঁড়িয়েছিল তাতে দেখা গিয়েছিল শিন্ডে গোষ্ঠীর সঙ্গে শিবসেনার ৩৯ জন বিধায়ক রয়েছেন।

বিজেপির বিধায়ক সংখ্যা ১০৬। এই হিসেবেই তারা সংখ্যাগরিষ্ঠ। আরও ২০ নির্দল প্রার্থী সমর্থন জানিয়েছিল এই শিন্ডে-ফড়ণবীশ গোষ্ঠীকে। ফলে বিধানসভায় আস্থা ভোটে জেতা শুধু সময়েরই অপেক্ষা ছিল।