নয়া ঘোষণা, পাল্টে যেতে চলেছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের ধরন

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এই পরিস্থিতিতে কোভিড পর্ব কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে শুরু হয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ ২০২৩ সালে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের ধরনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। কিন্তু কী কী পরিবর্তন আসছে?

জানা গিয়েছে, আগে উচ্চ মাধ্যমিকের উত্তর পত্রে ‘পার্ট-এ’ এবং ‘পার্ট-বি’ দু’টি ভাগ থাকত। পরীক্ষার শেষে দুটি উত্তরপত্র জুড়ে দেওয়া হত। এবার থেকে আর সেই ভাগ থাকছে না। দু’টি অংশের পরিবর্তে একটিই প্রশ্নপত্র থাকবে৷ এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণির রেজিস্ট্রেশন পরীক্ষার সম্ভাব্য তারিখও জানানো হয়েছে সংসদের তরফে৷

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক পার্ট-এ এবং পার্ট-বি থাকবে না৷ বদলে শুধুমাত্র একটি প্রশ্নপত্র থাকবে। ফলে পরীক্ষার শেষে পার্ট-এ এবং পার্ট-বি অংশ দুটিকে যুক্ত করার প্রয়োজনীয়তাও আর থাকছে না।”

প্রশ্নপত্রে কোনও পরীক্ষার্থী যাতে উত্তর না লেখে তার উপরেও জোর দেওয়া হয়েছে৷ এ প্রসঙ্গে বলা হয়েছে, “দ্বাদশে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার উত্তরপত্রের মতো শুধুমাত্র একটি মাত্র উত্তরপত্র থাকছে। যেখানে পরীক্ষার্থীরা উত্তর লিখবে। প্রশ্নের মধ্যে উত্তর লেখা চলবে না।”