বাংলার ‘দিদির’ আগেই দিল্লি পৌঁছাচ্ছেন ভাইপো

দিল্লির মসনদে এখন প্রধান লক্ষ্য রাজ্যের শাসক শিবিরের। পাখির চোখ করে রেখেছে দিল্লির ওপরে। চলতি মাসেই দিল্লি যাওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চলতি মাসের ২৫ তারিখ মমতার রাজধানী যাওয়ার কথা রয়েছে। ঘুঁটি সাজাবেন বাংলার নেত্রী। কিন্তু তার আগেই দিল্লি পৌঁছাতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্ভবত আজ ২১ জুলাই শহিদ দিবস কর্মসূচি সেরেই, ২২ তারিখ রাজধানীতে পৌঁছে যাবেন অভিষেক। ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে কিছু নেতানেত্রীর সঙ্গে কথা বলবেন। তাঁর এই আ গমন বেশ তাৎপর্যপূর্ণ।

আগামী ২৫ জুলাই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্নের বৈঠক থেকে নিজেও সে কথা জানিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, জেতার পর একবারও দিল্লি যাইনি৷ তাই যাচ্ছি৷ সেখানে অন্যান্য নেতাদের সঙ্গেও দেখা হবে৷ কিন্তু তাঁর এই সফর যে শুধু সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমিত থাকবে না, তাঁর ইঙ্গিত মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার খবরে৷ এমনকী লোকসভায় তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে পেট্রোল–ডিজেলের বিরুদ্ধে সরব হতে চলেছে। তাতে নেতৃত্ব দেবেন অভিষেক। আপাতত কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তাঁদের অস্ত্র পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি৷ 

বাংলায় হ্যাট্রিক করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। এই জয়ের নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ছিলেন প্রধান কারিগর, তেমনি অভিষেক ছিলেন রীতিমতো সেনাপতির ভূমিকায়। তার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বসেন অভিষেক। সেই পদে বসার পর প্রথম নয়াদিল্লি যাচ্ছেন অভিষেক। অন্যদিকে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে একের পর এক বৈঠক সেরেছেন প্রশান্ত কিশোর৷ দিল্লির বুকে আগে থেকেই পিচ তৈরি রেখেছেন তিনি৷ সেই পিচেই ব্যাটিংয়ে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুতরাং মোদী–শাহের নাকের ডগায় তৈরি হতে চলেছে তাঁদেরই বধ করার কৌশল।