কেন্দ্র সরকারের প্রস্তাবে সম্মতি দিলেন NCERT প্যানেল

সম্প্রতি কেন্দ্র সকারের তরফে ঘোষণা করা হয়েছিল এক নয়া প্রস্তাবের, বদলে যাবে দেশের নাম। সেই প্রস্তাব অনুযায়ী এবার দেশের নাম পরিবর্তন হল পাঠ্যপুস্তকেও। ইংরেজিতে ইন্ডিয়ার পরিবর্তে লেখা হল ভারত। পাঠ্যপুস্তকে দেশের নাম বদলের ক্ষেত্রে সর্বসম্মতিতে অনুমোদন দিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার।

NCERT প্যানেলের সদস্য আইজ্যাক বলেছেন, এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে প্যানেলের সব সদস্য। অন্যদিকে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন।

ব্রাত্য বসু বলেছেন, কেন্দ্রীয় সরকার ইন্ডিয়া নামে জুজু দেখছে। অপরিণামদর্শিতা এটা। হিন্দুস্থান শব্দের ইংরেজি হতে পারে INDIA…এটাই নিকটে। আসলে কেন্দ্রীয় সরকার ভয় পাচ্ছে INDIA জোট ও তার অন্যতম মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আরো বলেন, মনে করি না এটা পুস্তক পর্যন্ত নামিয়ে আনা দরকার ছিল।