নাম জড়িয়েছে একাধিকের, জমা পড়েছে চার্জশিট

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সন্দেশখালি কাণ্ডে নয়া মোড়! শাহজাহানের বিরুদ্ধে এই প্রথম চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি।

জানা যাচ্ছে, সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। ইডি আদালতে জমা পড়েছে ১১৩ পাতার চার্জশিটে। চার্জশিটে শাহজাহান ছাড়াও নাম রয়েছে শাহজাহানের ভাই আলমগির এবং তার ‘সঙ্গী’ বলে পরিচিত সন্দেশখালির দিদার বক্স ও শিবু হাজরার। ইডি সূত্রে, এখনও পর্যন্ত প্রায় ১৮০ বিঘা জমি শাহজাহান দখল করেছিলেন এবং সেখান থেকে ২৬১ কোটিরও বেশি টাকা হাতিয়েছেন।

জমি দখল সংক্রান্ত অভিযোগের তদন্তের সূত্র ধরেই এই টাকার সন্ধান পেয়েছে ইডি। যার মধ্যে ইতিমধ্যেই ২৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলেও ইডি সূত্রে খবর। এই বিপুল পরিমাণ টাকার উল্লেখও চার্জশিটে রয়েছে।