ঘোষিত হলো নয়া বিচারপতির নাম

নাম ঘোষিত হওয়ার পর এবার শপথ নিলেন নতুন বিচারপতি। শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন বম্বে হাই কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত৷ বিচারপতি দত্তকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সরকার। মাস তিনেক আগে তাঁর নাম সুপারিশ করেছিল সর্বোচ্চ আদালতের কলেজিয়াম৷

এই সিদ্ধান্তের ফলে আরও এক বাঙালি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন। ইতিমধ্যেই সুপ্রিম কর্টে নিজের কর্তব্য পালন করছেন কলকাতা হাই কোর্ট থেকে আসা বিচারপতি অনিরুদ্ধ বসু৷ রয়েছেন বিচারপতি হৃষীকেশ রায়ও৷

১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি কলকাতায় জন্ম বিচারপতি দীপঙ্কর দত্তের। ১৯৮৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন বিচারপতি দত্ত। ওই বছরই ১৬ নভেম্বর থেকে অ্যাডভোকেট হিসাবে কর্মজীবন শুরু করেন। রাজ্যের স্কুল সার্ভিস কমিশন-সহ শিক্ষা জগতের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আইনজীবীর দায়িত্ব পালন করেছেন৷ সেই সময় তিনি একাধিক তাৎপর্যপূর্ণ রায় দিয়েছিলেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র থাকাকালীন শটপাট ও জ্যাভলিনে প্রথম স্থান ছিল তাঁর বাধা৷ আড়াই বছর আগে কলকাতা হাই কোর্ট থেকে বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি হন বিচারপতি দত্ত৷ কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীন পাড়ুই-মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতি পুলিশ-প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি দত্তি।