বাংলার প্রাক্তন রাজ্যপালের নাম ঘোষিত হলো উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে

বাংলায় ঘুরে দাঁড়ানো চেষ্টা গেরুয়া শিবিরের৷ প্রতি পদে অঙ্ক কষে পা ফেলছে গেরুয়া শিবির৷ রাজনীতির মঞ্চে বহু অঙ্ক কষে আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে এনডিএ জোট৷ সূত্রের খবর, বিজেপির সদর দফতরে সংসদীয় দলের বৈঠকে উপরাষ্ট্রপতি পদে রাজ্যপাল জগদীপ ধনকড়ের নামে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য নিতিন গডকড়ী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিজেপি তথা এনডিএ-র হাতে যে সদস্য সংখ্যা রয়েছে, তাতে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে ধনকড়ের কোনও সমস্যা হওয়ার কথা নয়৷

২০১৯-এর জুলাইয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জগদীপ ধনকড়৷ এর পর থেকেই নবান্নের সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে তরজায় জড়িয়েছেন তিনি৷ কড়া ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেছেন৷ বার বার রাজ্য সরকারের আধিকারিকদের রাজভবনে তলব করেছেন।

যা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নবান্নও৷ পরিস্থিতি এতটাই তিক্ত হয়ে ওঠে যে, রাজ্যপালের টুইটার ব্লক করে দেন মুখ্যমমন্ত্রী। তবে সম্প্রতি জিটিএ চেয়ারম্যানের শপথগ্রহণের অনুষ্ঠানে দার্জিলিঙে গিয়েছিলেন জগদীপ ধনকড়। ঘটনাচক্রে সেই সময় পাহাড়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

রাজনীতির শিষ্ঠাচার মেনে তাঁকে রাজভবনে ডেকে চা-বিস্কুট খাইয়েছিলেন রাজ্যপাল। সেখানে সাক্ষাত হয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও। তিন জনের এক সঙ্গে বসে চা খাওয়ার ছবিও পোস্ট করেন রাজ্যপাল৷ এবার তাঁকে উপরাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নিল বিজেপি৷