সারদাকাণ্ডে উঠে এল শুভেন্দুর নাম? ব্ল্যাকমেইল করত বলে অভিযোগ সুদীপ্তর

সারদা চিটফান্ড মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে চাঞ্চল্যকর অভিযোগ করলেন সুদীপ্ত সেন। আজ, শুক্রবার বিধাননগর এমপি – এমএলএ কোর্টে হাজিরা দিতে এসে সারদা কর্তা সুদীপ্ত সেন বিস্ফোরক অভিযোগ করেছেন। এদিন তিনি বলেন,টাকা দিয়েছিলাম শুভেন্দু অধিকারীকে। তিনি আরও বলেন এই বিষয়ে আদালতকে বিস্তারিত জানিয়েছেন। এখানেই থামেননি সারদা কর্তা। তিনি বলেন,শুভেন্দু অধিকারী ডেকেছিল রায় কাঁথিতে জমি এবং প্ল্যান স্যাংশনের বিষয় নিয়ে গিয়েছিলাম বলেও তিনি বলেন এদিন।