শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সংগীতশিল্পী

অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। শারীরিক পরিস্থিতিও আগের তুলনায় অনেকটাই উন্নত। হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন কবীর সুমন। গত সপ্তাহে জ্বর এবং গলায় ব্যথার উপসর্গ থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন কবীর সুমন। সোশ্যাল মিডিয়ায় নিজেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার কথা ঘোষণা করেছেন শিল্পী। ফেসবুকে সংগীত শিল্পী জানিয়েছেন, ‘সরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাঁদের চিকিৎসকবৃন্দ, সেবকসেবিকাবৃন্দ ও স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। সকলের প্রার্থনা শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ। সকলের মঙ্গল হোক।’ বর্তমান রাজ্য সরকারের আমলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা এবং পরিকাঠামো অনেক উন্নত হয়েছে বলেও অভিমত তাঁর। পাশাপাশি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধেও তোপ দেগেছিলেন কবীর সুমন।

প্রসঙ্গত, গত সপ্তাহে সোমবারই শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। অনুরাগীরাও তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠায় ছিলেন। দ্রুত আরোগ্য কামনায় রত হয়েছিলেন তাঁরা।