উঠতে থাকা একাধিক দূর্নীতির অভিযোগ শাসক দলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের সামনে আবাস যোজনা দুর্নীতি কাঁটা! বহুদিন বন্ধ থাকার পর কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য টাকা পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। এরপর থেকেই জেলায় জেলায় তীব্র অশান্তি শুরু হয়েছে। অভিযোগ তৃণমূলের এক শ্রেণির নেতাকর্মী ব্যাকডোর দিয়ে নিজেদের বা আত্মীয় স্বজনদের অথবা ঘনিষ্ঠদের আবাস যোজনা প্রকল্পে নাম তুলে দিয়ে টাকা নিতে চাইছেন।

এমনও ঘটনা ঘটেছে যে প্রকল্পে নাম তোলা নিয়ে বিরোধের জেরে তৃণমূলের এক গোষ্ঠীর নেতা অন্য গোষ্ঠীর কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। উত্তরবঙ্গ থেকে এমন অভিযোগ উঠে এসেছে। সব মিলিয়ে গোটা বিষয়টি নিয়ে ব্যাপক অস্বস্তিতে পড়েছে তৃণমূল সরকার। শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচারের অভিযোগে তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বের নাম জড়িয়েছে। তাঁদের অনেকেই গ্রেফতার হয়েছেন৷ রয়েছেন জেলেও।

একই ভাবে তৃণমূলের নীচুতলার নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে আবাস যোজনা-সহ একাধিক প্রকল্প নিয়ে। আর সেই বিষয়টিকে হাতিয়ার করেই বিরোধীদের অভিযোগ, ‘তৃণমূলের উপর থেকে নিচু তলার একাংশ দুর্নীতিতে ডুবে রয়েছে।’ যদিও শাসক দল এই অভিযোগ বারবার অস্বীকার করেছে। তাদের দাবি দুর্নীতির অভিযোগ ওঠা মাত্রই সংশ্লিষ্টদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। এই পরিস্থিতিতে আবাস যোজনা নিয়ে যে সমস্ত ঘটনা ঘটছে তা সামাল দেওয়াটাই এখন শাসক দলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।