সফল হয়েছে দীর্ঘ সময়ের আন্দোলন, অবশেষে বেতন বাড়ছে রাজ্যের সরকারি বাস চালকদের। তবে বাস চালকদের বেতন বাড়ানো হলেও বঞ্চনার শিকার হচ্ছেন কন্ডাক্টাররা। একটি বিজ্ঞপ্তি জারি করে সরকারি বাস চালকদের সাম্মানিক বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে।
এই বেতন বৈষম্যের কারণে আগামী দিনে গোলমাল হওয়ার আশঙ্কা করছেন পরিবহন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। জানা যাচ্ছে, রাজ্যের পরিবহন দপ্তরের তিনটি এজেন্সি মারফত মোট আড়াই হাজারের কিছু বেশি বাস চালকদের সঙ্গে কর্মরত রয়েছেন বাস কন্ডাক্টররা। পরিবহণ দফতর সূত্রে খবর, এই মূহূর্তে পরিবহণ দফতরে ১২০০-র বেশি চুক্তিভিত্তিক কন্ডাক্টর রয়েছেন।
তবে নবান্নের থেকে প্রকাশিত অর্থ দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র বাস চালকদের কথাই উল্লেখ করা হয়েছে। তাই এখন থেকেই প্রমাদ গুনতে শুরু করেছেন পরিবহন দপ্তরের আধিকারিকদের একাংশ। বর্তমানে চালকদের বাস মতো কন্ডাক্টররাও ১৩ হাজার ৫০০ টাকা বেতন পান।