সম্প্রতি এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে মালদহের মোথাবাড়ির ঘটনায়। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছেন বিরোধীরা। ইতিমধ্যেই সুর চড়িয়েছেন পদ্ম শিবিরের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
এই আবহে এবার মোথাবাড়িকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। উত্তপ্ত উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকা মোথাবাড়ি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি মিলেছে।
রাজ্যকে এই মামলার বিষয়ে অবগত করার জন্য মামলাকারীকে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকা মোথাবাড়িতে অশান্তির ঘটনার বেশ কিছু ছবি তুলে ধরেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ক্যাপশনে লিখেছেন, ‘তোষণসর্বস্ব ব্যর্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হিন্দুদের অস্তিত্ব ক্রমশ আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছেন।