বছরের শেষ দিনে বাড়বে শীতের আমেজ

বছর শেষ হতে বাকি মাত্র আর দুটি দিন, তারপরেই শুরু নতুন বছরের৷ চলতি বছর অর্থাৎ ২০২২-এ ‘উষ্ণতম’ ডিসেম্বর উপভোগ করেছে বঙ্গবাসী৷ গত ৫০ বছরে এই প্রথম ডিসেম্বরের শেষ পর্বে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২০.৭ ডিগ্রির পারদ৷ প্রায় গোটা ডিসেম্বর জুড়েই তাপমাত্রার পারদ ছিল উপরের দিকে। কিন্তু এবার ধীরে ধীরে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে৷

আবহাওয়া দফতর জানিয়েছে, শীতল হওয়ার একটা দাপট থাকলেও আগামী ৪ থেকে ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের কিছু জেলা যেমন দার্জিলিং, কালিম্পং এমনকি সিকিম রাজ্যে হালকা বৃষ্টি হতে পারে বর্ষশেষ বা শুরুতে। তবে বাংলার বাকি কোথাও বৃষ্টিপাত হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। কিন্তু তাপমাত্রা সামান্য কিছু বাড়তে পারে।

অর্থাৎ ২০২২ সালে রাজ্যবাসী কনকনে ঠান্ডা অনুভব করতে পারল না। যদিও সকাল থেকে লক্ষ্য করা গিয়েছিল তাপমাত্রার পরিবর্তন৷ এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস নেমেছিল। হাওয়া অফিস জানিয়েছে, বছরের শেষ দিনে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশেই থাকবে। জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খুবই কম হলেও একটা শীতের আমেজ পাওয়া যাবে রাত বাড়লে। ব্যস ওইটুকুই।