ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর টার্গেট ঠিক করল মোদি সরকার

১৫ আগস্টের মধ্যে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর টার্গেট ঠিক করল মোদি সরকার। সেই মতো মূর্তি তৈরি ও তা প্রতিস্থাপনের জন্য ছ’জন বিশেষজ্ঞের একটি কমিটি তৈরি করল কেন্দ্র। ঘোষণার প্রায় চার মাস পর সবেমাত্র কমিটি তৈরি হল। তাই যথাসময়ে আজাদ হিন্দ ফৌজের সেনানায়কের পোশাকে নেতাজির পূর্ণাবয়ব পাথরের মূর্তি তৈরি সম্পূর্ণ হবে কি না, তা নিয়ে সংস্কৃতি মন্ত্রকের অন্দরেই চর্চা শুরু হয়েছে। যদিও ন্যাশনাল গ্যালারি অব মর্ডান আর্টের (এনজিএমএ) বিশ্বাস, সঠিক সময়েই সুভাষচন্দ্রের গ্রানাইটের মূর্তি তৈরি হয়ে যাবে।
মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তেলেঙ্গানা থেকে গ্রানাইট আনা হবে। শিল্পী তথা স্থপতি ঠিক করা হবে গোটা দেশ থেকে। কমপক্ষে ৫০ জন স্থপতি ওই মূর্তি নির্মাণে অংশ নেবেন। তৈরি করতে হবে অত্যন্ত তাড়াতাড়ি এবং নিখুঁত। সরকারের উপর মহল থেকে সেরকমই নির্দেশ। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া গেট আর ন্যাশনাল ওয়ার মিউজিয়ামের মাঝে জাতির উদ্দেশে নেতাজির মূর্তি সমর্পন করতে চান। সেই মতোই চলছে প্রস্তুতি।
তারই লক্ষ্যে ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টের ডিরেক্টর জেনারেল আদিত্য গড়নায়ক’কে চেয়ারম্যান করে ছয় সদস্যের বিশেষ কমিটি গড়েছে সংস্কৃতি মন্ত্রক। কমিটির অন্য পাঁচ সদস্য হলেন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসের সদস্য‌ সচিব সচ্চিদানন্দ যোশি, পদ্মভূষণে সম্মানিত স্থপতি সুদর্শন সাহু, এনজিএমএ’র উপদেষ্টা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক হর্ষবর্ধন শর্মা, সংস্কৃতি মন্ত্রকের যুগ্মসচিব উমা নান্দুরি এবং সংস্কৃতি মন্ত্রকের ডিরেক্টর ফিনান্স হরিশ কুমার। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ছয় বিশেষজ্ঞের ওই কমিটি শীঘ্রই নেতাজির মূর্তি গড়ার কাজে উদ্যোগী হবেন। কীভাবে তৈরি হবে তার উপর নজরদারির পাশাপাশি মূর্তি প্রতিস্থাপনের যাবতীয় কাজকর্মও তাঁরাই দেখভাল করবেন। যত দ্রুত সম্ভব এই কমিটিকে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছে কেন্দ্র।