অবশেষে শপথ গ্রহণ সম্পন্ন হলো বিধায়কের

সমাপ্তি হলো বহুদিনের জল্পনার। দল বদল করে জয় লাভ হলেও টালবাহানা চলছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে। জল্পনার অবসান ঘটিয়ে সমাপ্তি হলো শপথ গ্রহণ অনুষ্ঠা নের। সম্প্রতি হয়ে যাওয়া গত উপনির্বাচনেই বড় ব্যবধানে জিতেছেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে বাজিমাত করেছেন তিনি। তবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান বাকি কিছু জটিলতার জন্য। কিছুতেই দিনক্ষণ ঠিক হচ্ছিল না। তবে ২৪ দিন পর বুধবার অবশেষে সব জল্পনা কাটিয়ে বালিগঞ্জের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন বাবুল সুপ্রিয়। রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথবাক্য পাঠ করালেন। এদিন ১২টা নাগাদ বিধানসভায় শপথ নেন বালিগঞ্জ কেন্দ্রের নির্বাচিত সদস্য বাবুল সুপ্রিয়।

এর আগে রাজ্যপাল জগদীপ ধনকড় উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিলেও তা তিনি করতে পারবেন না বলে রাজভবনকে লিখিত ভাবে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত জট কাটল বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণের। রাজ্যপালের কারণেই দু’দফায় শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়েছে তাঁর। এমনই অভিযোগ উড়ে আসছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আসলে রাজ্যপাল শপথ গ্রহণ স্থগিত রেখে বিধানসভার অন্যান্য বিষয় নিয়ে নানা প্রশ্নের উত্তর জানতে চান। পরে তিনি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব দিয়েছিলেন, যদিও প্রথমে তিনি তা গ্রহণ করেননি।

তৃণমূলে যোগ দেওয়ার পর বাবুল সুপ্রিয়কে নিয়ে বিরাট শোরগোল হয়েছিল দলের অন্দরেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির তাঁর ওপরই ভরসা রেখেছিল উপ নির্বাচনে। সেই ভরসার ফল বাবুল দিতে পেরেছেন। বালিগঞ্জে উপনির্বাচনে বাবুল সুপ্রিয় ভোট পেয়েছেন প্রায় ৪৮ শতাংশ। এখন তিনি মন্ত্রী হন কিনা এটাই দেখার।