করোনা আবহে নাভিঃশ্বাস উঠছে মধ্যবিত্তের। লকডাউনের পাশাপাশি পেট্রল এর দাম চরমে, তার সাথে রান্নার হেঁশেলের সব কিছু অগ্নিমূল্য। এর জেরে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে মধ্যবিত্তদের বেশ খানিকটা স্বস্তি দিল কেন্দ্র। গত বেশ কয়েক দিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল বিভিন্ন ডালের দাম। তবে এবার সেই দাম কমতে চলেছে কেন্দ্রের সিদ্ধান্তে। ডালকে অত্যাবশ্যক পণ্য আইনের আওতায় আনা হয়। এর জেরে এবার ডাল মজুত করার উপর বিধিনিষেধ আরোপ করা হল। এই নির্দেশিকা ২ জুলাই থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জারি থাকবে। নয়া নির্দেশিকা বলছে, এখন থেকে ২০০ টনের বেশি ডাল মজুত রাখতে পারবেন না পাইকারি বা খুচরো বিক্রেতারা। এর জেরে কমেছে বিভিন্ন ডালের দাম। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুয়াযী গত এক বছরে শুধু ভোজ্য তেলের দাম বেড়েছে ৫৩ শতাংশ। ডালের দর ১৫ শতাংশ বাড়ে। এই আবহে ভোজ্য তেলের আমদানিতে কর হ্রাসের পথে হাঁটে কেন্দ্র। এবার ডালের দাম কমাতে পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্রের আশা বাজারে ডালের যোগান বাড়িয়ে দাম কমাতে সাহায্য করবে।